ভালবাসার আগুন যে দেখেছে নয়নে
তার কাছে ভয়ও ভয়ে ভয়ে থাকে
ভালোবাসা তুমি কি ভালোবাসার ষড়ঋতু
নাকি তন্বী বয়সে তারুণ্যের অন্য কিছু
ভালোবাসা তুমি কি অক্ষরবর্ণ শব্দে গায়ত্রীর ভাষা
নাকি তার ভেতরে লুকিয়ে থাকা কোন আশা
ভালোবাসা তোমার দর্শন,স্পর্শণ মননে যার রয়েছে মতি
তার কাছে সকল কিছুই তুচ্ছ বলে মানি
ভালোবাসা তোমার সনে যদি কারো হয় পরিচয়
সেদিন থেকেই ভালোবাসার অর্থ হয়ে ওঠে আরও অর্থময়।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা