দ্বিজাতি তত্ত্বের বিষবৃক্ষে যদি সার দেয় অজ্ঞান
তবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবেসে সকলের একত্রে খাওয়ার ব্যবস্থা করে দেয় সত্যজ্ঞান
বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবীতে সত্যকে ভালোবেসে কর তুমি সর্বধর্ম সমন্বয়
যা সকল মতের প্রতি সহিষ্ণুতার নীতির গতিই হবে একমাত্র আশ্রয়
অবিচ্ছেদ্য সত্যকে ভালবেসে কর তুমি জাতীয়তার সৌধ
আর বিজ্ঞানসম্মত শিক্ষার বিকাশে তার প্রতি হও অনুগত ও অনুরক্ত
ধর্মান্ধতা ও কুসংস্কার যাকে ভাবিয়ে না তোলে
তার জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মাবে না কোন কালে
একশ্রেণীর স্বার্থান্বেষী লোক সত্যকে ভালো না বেসে
উভয় সম্প্রদায়ের মধ্যে কলহ ও মনোমালিন্য সৃষ্টি করে
প্রত্যেক ধর্মের আছে ঐতিহ্য, আদর্শ ও ইতিহাস
তার সাথে পরিচিত হলে খুলে যাবে সাম্প্রদায়িক ঐক্যের পথ
একমাত্র বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা
ভালোবেসে দিতে পারে সত্যের দীক্ষা
সত্যকে ভালোবেসে ইতিহাস হয় সমৃদ্ধ
আর অজ্ঞানকে ভালবাসলে ইতিহাস হয়ে যায় বিকৃত।


সংগ্রহ :  আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা