সত্যকে ভালোবাসতে না পারা কোনো কৌতুক নয় শুধুই বিভীষিকা
যেমন রাজনৈতিক মেরুকরণের উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষের চাষে দেখা যায় সেই আতঙ্কের দৃশ্য
অম্লান বদনে গরলস্রোতে হয় যারা উচ্ছ্বসিত
তাদের দ্বারা রচিত হবে না দেশ দশের বা মনের উন্নতি সাধনের গল্প
অতলান্ত বিদ্বেষের কৃষ্ণগহ্বরে যদি হারিয়ে যায় বিদ্যা
তবে সভ্যতার ন্যূনতম বিধানটুকুও আশা করা দুরাশা
বিদ্বেষ ভাষণের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা
যা দেশের আইনে তার যথেষ্ট হাতিয়ার মজুদ আছে তাই চলুন না পুনরায় করি একবার ভাবনা
রাজনৈতিক ও সামাজিক সুস্থিতি ও সম্প্রীতির পক্ষে যা হানিকর
সেই সাম্প্রদায়িক বিদ্বেষের বিষাক্ত বিষ মানব জাতির পক্ষে তা সত্যিই অনিষ্টকর।

সংগ্রহ :  আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্রপত্রিকা