যে ঈশ্বরতত্ত্ব ভালবেসে হৃদয়পুণ্ডরীক গুহায় অবস্থিত
তাকে পেতে কেন হতে হয় দেশান্তর প্রাপ্ত
স্থূল জগতের আধার ভালো না বেসে থেকে যায় অজানা
তখন অত্যন্ত সূক্ষ্মতত্ত্ব কি করে যায় জানা
চক্ষুরাদি প্রাণসমূহের উৎপাদক ধীর জ্ঞানী পরমেশ্বর স্বেচ্ছায় ঘৃতের মতো
এ দ্যাবা পৃথিবী ভালোবেসে উৎপন্ন করেছেন পরস্পরের আনুকূল্যে যা প্রাণীদের উপভোগযোগ্য
চক্ষুরাদি প্রাণসকল ও দ্যাবাপৃথিবীর উৎপত্তির পর
ভালোবেসে এরূপে প্রকাশিত সেই বিশ্বরূপধারী জ্ঞানী ঈশ্বর
তার সৃষ্ট প্রাণীদের ভালোবেসে দুটি করে চক্ষু বলে
সর্বপ্রানাত্মক পরমেশ্বর সর্বত্র চক্ষু সম্পন্ন হয়ে বিরাজ করে।


সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা