ব্যবহারিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ
কিন্তু কেড়ে নিয়েছে আধ্যাত্ম শক্তি ও বিবেক
যে জ্ঞানে বিশ্বে হবে শান্তি প্রতিষ্ঠা
তাকে হারিয়ে মনুষত্ব হারিয়ে শুধুই থাকবে যন্ত্রণা
রক্তপিপাসু হায়নার দল করে যদি আক্রমণ
তবে শান্তির জ্ঞান ছাড়া হবে না তার নিবারণ
পশু প্রবৃত্তির হুংকারে সভ্যতা যদি কাঁপতে থাকে
জ্ঞান অস্ত্র সম্বল করে শান্তি পাবে মনে
অশান্তির বিভীষিকাময় আগুন যদি দাউ দাউ করে জ্বলে
তবে সত্যের শান্তি ছাড়া পাবে না মুক্তি যা লুকিয়ে আছে জ্ঞানে
সত্য জ্ঞানে মানুষ করতে পারে যদি নির্ভর
তবেই শান্তি স্থাপনে মানুষ হবে স্বনির্ভর
সুলিখিত সৃজনশীল ও মননশীল শব্দ ও বাক্যই পারে
আপনার মনে শান্তি প্রতিষ্ঠা করে জ্ঞান অর্জনে সেই প্রতিষ্ঠা দিতে।

সংগ্রহ : আদর্শ লিপি,ধর্মগ্রন্থ, পত্রপত্রিকা