সত্যকে ভালোবেসে সামাজিকতার ক্ষেত্র হবে সহজ অথচ প্রয়োজনীয়
আর সুদৃঢ় ও সুস্থিত মূল্যবোধ হবে জাগ্রত
জ্ঞানের প্রতি ভালোবাসার মূল্যবোধ থেকে হও যদি বিচ্যুত
তবে গভীর বেদনা তোমাকে করবে আচ্ছন্ন
সত্যকে ভাল না বেসে দু মলাটে যদি বদ্ধ থাকে শব্দ বাক্যের গ্রন্থ
তবে জ্ঞান নয় তা দিয়ে ঘর ভরানোই তোমার লক্ষ্য
যদি সত্যকে ভালো না বাসো
তবে তোমার স্বাধীনতা জুটবে দ্বিধাবিভক্ত
সত্যকে ভাল না বাসলে দেখা দিবে আত্মপরিচয়ের সংকট
যদি সত্যের প্রতি ভালোবাসা না জন্মে তোমার
তবে ভিন্ন ধারায় প্রবাহিত হবে ধরায় ধরে রাখা তোমার ভার।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা