বাংলা কবিতা একাডেমি
আমি যে কবিতা লিখতে পারিনি
লিখতে গিয়ে হল যা
নিজের পরিচয় পড়ে ঢাকা
যে চাবুকের আঘাতে বাধ্য আমি
সেই চাবুক আমায় এখনও ছাড়েনি
কোথায় নিয়ে ক্ষান্ত দিবে
সে কথা এখনও বলেনি
চাবুকের আঘাত আমায় করেছে কাবু
তাই শব্দমালায় ভক্তি জানাই দিয়ে শেষ সম্বলটুকু
আঘাতের কিছু ক্ষত
শব্দ ছন্দে আছে তার চিহ্ন
দেখে বোঝার উপায় নেই
অনুভব ছাড়া সকল ব্যথা বেদনা বৃথা তাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা