অবিদ্যা বিষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে নিজেকে বা নিজেদেরকে বড় করে তুলবো
ক্ষমতার লোভ ভালোবেসে সংবরণ করতে না পেরে পুরো শিক্ষা ব্যবস্থাটাই হবে ধ্বংসস্তূপে পরিণত
রাজনৈতিক ও সামাজিক সাম্য স্থাপনের কথা বলবো
আর শিক্ষাকে ভালো না বেসে চিরতরে মুছে দিবো
এতেই শিক্ষার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে মানুষ
আর ভালোবেসে নতুন নতুন স্বপ্ন দেখাবো উড়িয়ে কল্পনার ফানুস
জোর করে জনগণকে বিধি বিধান মানতে বাধ্য করব
যেন ভালো না বেসে বিবেকের চোরাবালিতে হারিয়ে যায় শিক্ষার আদর্শ
অশিক্ষার জঞ্জাল একটু ভালোবেসে বাড়িয়ে দিতে পারলে
সচেতনতার যথেষ্ট অভাব দেখিয়ে কার্য হাসিল হবে অবশেষে
মানুষকে ভালোবেসে এমনভাবে বোঝাতে হবে
যেন নিজেদের ঘর ছাড়া তারা কিছুই না চেনে
যুক্তি তথ্যের ধার ধারবো না, তত্ত্বের তো প্রশ্নই উঠে না
ভালোবেসে যিনি যেটা বিশ্বাস করতে চান তাকে কোনো ভাবেই বাধা দিবো না।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা