ভালোবেসে আত্মহারা হবো
নাকি আত্মহারা হয়ে ভালোবাসবো
যতই বলি ভালোবেসে কাছে যাব তোমার
ততই অজানা  দূরত্ব বেড়ে চলেছে বার বার
মাকে ভালো না বাসিলে কী হবে
মা যে সকলকে ভালোবাসে
ভালোবাসার সাড়ে তিন হাত দেহ
ভালো না বেসে জীবন চলে গেলে যা মূল্যহীন কাঠামো
তোমায় ভালোবাসতে চেয়ে যদি অপরাধ করে থাকি
আমার সে অপরাধ তুমি ক্ষমা করবে না জানি
মিছে মায়ায় কেন ডুবে থাকো
সত্যকে ভালোবেসে মায়া কেন জয় না করো
দাঁড়িয়ে একটু ভেবে দেখ মন
ভালোবেসে কেন সঙ্গে নেই তোর সেই বিদ্যাধন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা