নয়ন জলে বুক ভাসিয়ে কতকাল রবে
ভালোবেসে তাকে না পেলে সকলি যে বৃথা যাবে
নয়নের জল ভালোবেসে মুছে দিবে যে তোমাকে
সে যে তোমার মনের মনিকোঠায় আছে বসে
সারাজীবন কেটে গেল নয়নের জলে
তবুও কী ভালোবেসে তার দেখা পেলে
নয়নের জল ঝরে যদি আমার
আমাকে তুমি তো ভালোবাসোনি তবে দুঃখ কিসে তোমার
নয়নের জলে তুমি কোন ভালোবাসা পেলে
যে নয়ন জলেই তা শোধ করে দিলে
নয়নের জল দেখে চিনে নিও তুমি
ভালোবাসতে পেরেছিলাম কিনা আমি
নয়নের জল ঝরিয়ে আনন্দ পাওয়া যদি
তবে সেই জলেই আমার ভালোবাসার আবেদন রাখি
যতদিন বেঁচে আছি নয়নের জল শেষ নাহি হবে
আর তোমাকে ভালোবাসার আবেদনও না ফুরাবে
ভালোবাসার লোভ দেখিয়ে নয়নের জল ঝরিয়ে তুমি যে সুখ পাও
সে সুখ বুঝি নষ্ট করতে না চাও
যতক্ষণ এ দেহে প্রাণ আছে
নয়ন জলের প্রতিটি বিন্দু তোমাকে ভালোবাসবে
জীবনে করতে পারিনি কিছু
ভালোবেসে সম্বল করেছি শুধু নয়নের জলটুকু
ভালোবাসা কী জীবনে বুঝতে পারিনি আমি
কারণ নয়নের জল ছাড়া সব কিছু কেড়ে নিয়েছো তুমি
ভালোবাসা কী অপরাধ? পরিষ্কার করে বলো না
বুঝিয়ে দিলে নয়নের জল আর ফেলবো না
ভালোবাসায় কী সুখ আছে না বেদনা দিয়ে ঘেরা
নয়নের জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না
ভালোবাসার ছলে নয়ন জলে কাঙাল করে রেখেছো তুমি
ভালোবাস কী বাসো না তাই তো বুঝতে পারিনা আমি
ভালোবাসা নামটা কত মধুর
নামেই রস আর নয়ন জলটা যেন অম্লমধুর
ভালোবেসে নয়নের জল ঝরে যদি
হৃদমাঝারে যখন তখন আগুন লাগে শুনি
অন্তরের আগুন নেভাতে এসে ভালোবেসে তুমি কী দিলে
সেই আগুনে নয়নের জল যে আরও বাড়ে
লোকে বলে ভালোবাসায় সুখ আছে
সুখ আছে কিনা জানি না আমি তো নয়নের জল ছাড়া কিছু দেখি না
ভালোবেসে সুখের লোভে ছুটছে যারা
নয়ন জলে ভেসে যেতে প্রস্তুত কী তারা
ভালোবাসার প্রকাশ যদি নয়নের জলে হয়
তবে যত জল ততো ভালোবাসা গাঢ় একথা মানতে হয়
নয়নের জলে যদি ভালোবাসা থাকে
তুমি ভালোবাসলে সে জল যে আরও বাড়ে
নয়নের জল ছাড়া ভালোবাসতে পেরেছে
এমন কেউ কী আছে ধরা ধামে
জলরঙ্গে যে ছবি এঁকে দাও মনে মনে
সে ছবি আঁকতে নয়নের জল লাগে ভালোবেসে
তোমার মনের মতন ছবি আঁকতে
ভালোবেসে নয়ন জলে দিবো আমি বুক ভাসিয়ে
ভালোবেসে নয়নের জলে গড়েছো এ ভুবন
এক ভাগ স্থলে তিন ভাগ জল দিয়ে তার গড়ন
নয়নের জলে সুখী যে জনা
তার ভালোবাসাই সার্থক একথা অস্বীকার করা যাবে না
নয়নের জল ছাড়া তোমার না চলে
সেই জল পেতে তুমি ভালোবাসতে ভুলে গেলে
ভালোবাসার পূর্বে বুঝতে পারিনি আমি
নয়নের জল ছাড়া ভালোবাসা দিবে ফাঁকি
কতটুকু নয়নের জলে ভালোবাসা হয়
বলে দিলে দেখে নিতাম তা আছে কী সঞ্চয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা