সদ্বিদ্যা এবং সৎসঙ্গকেই ভালোবেসে পরম ধন কয়
ধনবানের চৌরভয় আছে, কিন্ত বিদ্বানের সর্বত্র অভয়
তন্ন তন্ন করিয়া জ্ঞানের স্বরূপ কীর্তন করিতে শতপথত্ব পেলে
তথাপি তাহা যে কিদৃশ ভালোবেসে তাহা জানিতে না পারিলে
সমুদয় জন্তুগণই সহজ আনন্দরূপী
তাই অখিল বিষয়ানন্দকণা আশ্রয় করিয়া ভালোবেসে জীবিত আছি
প্রগাঢ়অজ্ঞানান্ধকার তিরোহিত করিতে যদি চাও
ভালোবেসে একমাত্র জ্ঞানকে অদ্বিতীয় সূর্যস্বরূপ বলে মেনে নাও
অজ্ঞানতিমিরাবৃত জগৎরূপ কারাগৃহের মধ্যে
নিক্ষিপ্ত হইবে জ্ঞানকে ভালো না বাসিলে
জ্ঞানের করুনাকটাক্ষপাতে
ভালোবেসে জগদ্বাসী পরিত্রান পেয়ে থাকে
বিদ্যা চতুর্দশ ভুবনের মূলস্তম্ভ ও জ্ঞানের দর্পনস্বরূপ
যা ভালোবেসে অজ্ঞানরাশি নিবারণের অদ্বিতীয় সূর্যসম বিশ্বের মহামূলস্বরূপ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা