কেমন করে ভালোবাসা হয়
হাতে কলমে শিখিয়ে দেবে আমায়
ভালোবেসে ধরতে পারলে
হৃদয় দিয়ে বাঁধবো তাকে
ভালোবেসে যে বাতি জ্বলছে সর্বত্র
আমি কেন দেখতে পাই না সেই রূপের আলো
ভালোবেসে ধরা দিবে না, দেখা দিবে না
আবার তাকে না পাওয়ার জ্বালাও সইতে পারি না
ভালোবেসে জ্বালিয়ে মারাই যার ভবিতব্য
আমি যে সেই অনলে পুড়ছি অবিরত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা