বিদ্যাকে ভালোবেসে জ্ঞানের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলো
আর অবিদ্যার যত গ্লানি ধুয়ে মুছে যাক আছে যত
বিদ্যাকে ভালোবেসে যে আশার আলোচনা জেগে আছে মনে
তা বাইরে এনে ছড়িয়ে দাও সকলের মাঝে
শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ম্যাচ যদি হেরে যাও
তাই সময় থাকতে সত্যকে ভালোবেসে ম্যাচ জিতে নাও
জ্ঞান বিজ্ঞান অনুযায়ী শিশু প্রতিভার বিকাশ যদি করতে চাও
তবে বিদ্যাকে ভালোবাসার তির শিশুমনে গেঁথে দাও
সত্যকে ভালোবাসতে কিসের অভাব তোমার
টাকা, উদ্যোগ না সদিচ্ছার।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা