ইন্দ্রিয় বিষয় মিথ্যাভাবে মায়াচ্ছন্ন থেকে স্বরূপ স্মরণ নাহি হবে
যদি সত্যকে ভালোবেসে বিবেক না জন্মে
অর্থকে ভালোবেসে অর্থ অর্থ করে ঘুরি অনর্থের পাকে
কামের বশ হয়ে শুভজ্ঞান পথ চক্ষু নাহি দেখে
অন্ধ পথ ভুলে যেমন অন্য পথে যায়
তেমনি সত্যকে ভাল না বেসে অহংকার যেন পঞ্চভুতের উদয়
বোবার কাটিলে জিহ্বা কিবা ফল তায়
সত্যকে ভাল না বেসে ভ্রমে অন্ধ যিনি তার চক্ষু থাকিলে কী লাভ হয়
সত্যকে ভালোবেসে সমদৃষ্টি রাখ যদি সবার উপরে
সম্মান বারি বর্ষণ না পার আটকাতে
জ্ঞান পথ চেয়ে ভক্তি করো যদি অন্তরে
ভালোবেসে বৈরাগ্য লক্ষণ ফুটে উঠবে হৃদয়ে
ঈশ্বরের শক্তি কাল স্বরূপ বচন
সত্যকে ভালোবেসে সহজ কথা একথা মানতে চায় কী মন
কালেতে সংসারে হয় জনম মরণ
সত্যকে ভালোবেসে কালেতেই ধরা জীবের জীবন ধারণ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা