মানুষ সেখানেই ভীত হয়
যেখানে ভালোবেসে তার পছন্দ আটকে যায়
কিছু বলতে পারাটাই কী ভালোবাসা
না কী না বলা কথাই রাখে সে আশা
কাঁটা পথে হাঁটার ঝুঁকি নিয়ে ভাবতে গেলে
ভালো না বেসে শরীর যেন কাঁটা দিয়ে উঠে
সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়গুলো অনুভূতিতে কর অনুভূত
আর সত্যকে ভালোবেসে বিষয় অভ্যন্তর থেকে মুক্তো তুলে আনো
প্রেমিকা ধরে রাখা কঠিন প্রেম ভালোবাসার চাইতে
বাস্তবের কথা যেন তুলে ধরে অক্ষরে
ভালোবেসে বড়লোকে যা করে সকলি শোভা পায়
গরিবের কাজ নেই ওসব কথায়
প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না করে হয় যে উন্নয়ন
ভালোবেসে তারই নাম মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন
আত্মবিশ্বাস নাকি আত্মসন্দেহ কোন দিকে আছো তুমি
সত্যকে ভালোবেসে ভেবে দেখ একটুখানি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা