বিদ্যাকে যে ভালোবাসে না
জ্ঞানের মূল্য সে জানে না
চন্দ্রকান্ত মণি চন্দ্রকিরণসংযোগে  এবং সূর্যকান্তমণি সূর্যকিরণসংযোগে
এককভাবে জল ও অগ্নি উদগিরণ করিতে না পারে
সত্যকে ভালোবেসে বাগদণ্ড, কর্মদণ্ড ও মনোদণ্ড
এই ত্রিবিধ দণ্ড করো তুমি সংযত
যাহার মন, পরব্রহ্মে লগ্ন হইয়া ব্রহ্মানন্দসুখে নিমগ্ন
বাহ্য বিষয় ভালোবেসে তিনি হন না আসক্ত
সত্য ভালোবেসে বুদ্ধিকে দুর্ভেদ্য করিতে পারে
আবার জ্ঞানবল বর্ধিত করিয়া শক্তি বাড়াতে জানে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা