বর্ণকে ভালোবেসে করতে পারি না স্পর্শ
তাই প্রেমরূপ আলিঙ্গন আমার জন্য নিষিদ্ধ
বর্ণের স্বরূপ ভালোবেসে হতে পারি না অবগত
অথচ আমার এই সৃষ্টরূপ তারই জন্য
বর্ণকে আঁকড়ে ধরে ভালোবাসা যায়
কিন্ত আমার এই পঞ্চভুতের দেহ তা বুঝতে রাজি নয়
বর্ণকে ভালো না বেসে শুধু বুঝি যদি স্বার্থ
তবে কেমনে মিটবে আমার যাবতীয় দ্বন্দ্ব
বর্ণকে যখন ভাবতে পারবো পরম আত্মীয়
তখনই প্রবেশ করবো সেই জগতে যা স্থূল হতে সূক্ষ্ম।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা