নদী মানুষ পরিবেশ বিষয়ক ভাবনা আমার যে আসে না
তবে এই ভাবনা ভাববে কে আমায় একটু বলে দাও না
যে নদীতে সময়ে চলতো স্টিমার, লঞ্চ, নৌকো
সময় এখন রুষ্ঠ হয়ে ধরেছে নদীকে কষ্ট দেওয়ার বায়না
তাৎক্ষণিক লোভের স্বার্থে নদীর উপর আঘাত হানা
তার ফল সুদূরপ্রসারী এবং মারাত্মক হতে পারে এই ভাবনা আসে না
শিক্ষিত মুষ্টিমেয় মানুষের ভাবনার প্রতিফলন
রাজনৈতিক পরিস্থিতির শিকারে বিদ্ধ তাদের সেই মন
জলসম্পদ উন্নয়ন মন্ত্রক, পরিবেশ বিভাগ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের যদি না থাকে সমন্বয়
তবে নদীর গুরুত্ব আমার মতোই ক্ষণকাল হবে তার স্থায়িত্ব
প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব
যখন পরিবেশকে সুস্থ রেখে জীবনের মানোয়ন্নয়নে করবে পদক্ষেপ গ্রহণ
বিজ্ঞান তো কেবল জ্ঞান নয়, দর্শনও বটে
তুমি ভালোবেসে গৌরবের সাথে অধিকারের দাবি তুললে কিন্তু যাবতীয় দায়িত্বের কথা ভুলে গেলে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা