দুধ থেকে দধি, দধি থেকে সারপিন্ডের নবনীত নাম
অগ্নির সংস্পর্শে গলে যায় জন্য সর্পি এবং শীতল পাত্রে রাখলে আবার ঘনীভূত ঘৃত নাম
অজ্ঞান নামক দীর্ঘ ব্যাধিতে পীড়িত যারা
ভালোবেসে জ্ঞানাগ্নি জ্বালালে সেই ব্যাধি পালায় তরা
অজ্ঞান অন্ধকার ভালো না বেসে বলক্ষয় করে
আর জ্ঞানরস ভালোবেসে সেই ক্ষয় রোধ করে
অজ্ঞান শত্রু তিন প্রকার - প্রবল, সমানবল এবং হীনবল
ভালোবেসে জ্ঞানাগ্নি যাগে তিনই হয় দুর্বল
জ্ঞানাগ্নি তাপে প্রবল শত্রুরা হয় বিতাড়িত, সমান শত্রুরা হয় আক্রান্ত
আর হীনবল শত্রুরা ভাল না বেসে ভয়ে থাকে তটস্থ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা