ভালোবেসে মনের কথা বুঝতে যদি চাও
বলতে গেলে তবে কেন দূরে সরে যাও
ভালোবেসে মুখের কথা মনের ভাষা
আলাদা? না কী একই বর্ণে গাঁথা
ভালোবাসতে পারিনি বলে মনের ভাষা দূরে থাক
মুখখানি বলে থাক থাক
ভালোবেসে মনের ভাষা বুঝে যে জনা
মুখের কথা বুঝতে তার অসুবিধা হয় না
ভাল না বাসলে মনের ভাষা কী বুঝা যায়
না কী সেই কথা মুখে আসতে চায়
মন থেকে যে ভালোবেসেছে
মুখের কথায় তার ফাঁকি না আছে
মন খুলে ভালোবাসো, মন খুলে কথা বলো
আর এই দুর্লভ মানব জীবন উপভোগ করো
মনের ভাষায় যদি বিষাদ থাকে
তবে মুখের কথায় কী সেই ভালোবাসা প্রকাশ পাবে
জীবন তোমার, মন তোমার, ভাষা তোমার
হৃদয় তোমার ভালোবাসাও তোমার
মনকে ভালোবেসে আপন বলে বলিয়ান যে জনা
তার মুখে যে কথা আসে না
মন যদি ভালোবাসতে নিষেধ করে
মুখের কথা দিয়ে কী আর ভালোবাসা হবে
হৃদয়নগরে মন পাখি থাকে তোমার
ভালোবাসা পেলে ডানা মেলে ভরসা পায় উড়ার
আবার মনের ভাষা মুখে যদি না আসে
তবে অন্তরের কথা ভালোবেসে বুঝব কেমনে
মনে মনে ভালোবেসে মনকে রাখো গভীরে
তাইতো মন পাড়ায় পাই না তোমাকে
মনের কথা মুখে এনে ভালোবাসলে তুমি
আর আমি এমনি অভাগা রত্ন ফেলে ভুলকে আঁকড়ে ধরি
মনের কথা মনেই থাকলো মুখে না এল
তবে কী আমার ভালোবাসা অতলে তলিয়ে গেল
মনের ভাষা মুখের কথা ভালোবেসে বলতে পারা
এও নয় কী এক আলোর ঠিকানা খুঁজে পাওয়া
মনের কথা ভালোবেসে মুখে এনে শান্তি যদি পাও
খালি হাতে ফিরতে হবে না মনকে বুঝাও
মন দিয়ে মন নিয়ে কোণ খেলা খেলো তুমি
ভালোবেসে যা আজও বুঝে উঠতে পারিনি আমি
মনের ঘরে তালা দিয়ে মুখ খুলে রাখো
তার ভালোবাসা বোঝে কার আছে সাধ্য
গ্রামের নাম - হৃদয়য়নগর, পাড়া -মন পাড়া
ভালোবেসে ডাকে তাকে ভালোবাসার পাগলা
মনের ভিতর থাকো তুমি সারা নেই তোমার
ভালোবাসতে চাইলে উত্তর আসে এই বাড়ি নয় তো আমার
মনের মানুষ পেলে দেখা দিতে ভুল হয় না তোমার
ভালোবেসে আমি ডাকলে উত্তর পাই না আবার
তোমাকে ভালোবেসে যদি অপরাধ হয়ে থাকে আমার
মনটাকে রেখে দিও যতন করে হৃদমাঝার
ভালোবেসে মনের কথা বলবো বলে বসে আছি কতক্ষন
তবুও তোমার পাই না দেখা আসে না সেই ক্ষণ
ভালোবেসে আঘাত করো, ভালোবেসে আদর করো
ভালোবেসে ভয় দেখাও আবার ভালোবেসে মনকে কাছে টেনে নাও
ভালোবেসে মনের ভাষায় ভাসিয়ে নিয়ে যাও
আবার মুখে এনে আটকে কেন দাও
তোমায় ভালোবেসে ভুল কী ঠিক করেছি
আমার মন টা আজও বুঝে উঠতে পারেনি
তোমার ভালোবাসা তোমারই রবে
মাঝে শুধু মন নিয়ে কেন ছেলেখেলা হবে
ভালোবাসার স্বীকৃতি দিতে ভয় আছে তোমার
যদি মন নিয়ে পালায় আবার
তোমার মনে যত কথা জমা আছে
ভালোবেসে তা রেখে যাও আমার কাছে
হৃদয় সমুদ্রে মন মাঝি নৌকা নিয়ে ঘুরে বেড়ায়
আর ভালোবাসার ডাক দিয়ে মন মাতায়
ভালোবাসা লাগবে ভালোবাসা লাগবে এই ডাক শুনে
মন যে আমার ঘরে না টিকে
তুমি তো ব্রম্হাণ্ডের মালিক তোমার অভাব না আছে
তবুও ভালোবেসে মন দিতে এত কৃপণতা কিসে
হৃদয় চিরে মনকে যদি দেখাতে পারতাম
তবুও বুঝি তোমার কাছে বিশ্বাসের পাত্র না হতাম
কত অশ্রু ঝরে মনে তার কতটুকু দেখতে পাও নয়নে
তথাপি তোমার মনের ভালোবাসা রয়ে গেল অগোচরে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা