দুঃখ দুর্দশা আবসানের জন্য প্রতীক্ষা করে থাকি
যা অর্থ আর বিদ্যা দুইয়ের সমন্বয়ে তার অবসান বলে জানি
জোয়ারের জলে মাঝি তার নৌকা ভাসায়
আর বিবেকের নৌকা বিদ্যাসাগরে ভেসে বেড়ায়
সেই নৌকার হাল বিবেক ধরে রাখে
তোমাকে গন্তব্যে পৌঁছে তবেই সে হাল ছাড়ে
বিবেকের মাঝি সব কিছুই খেয়াল রেখে নৌকার ধরে রাখে হাল
আবার নদীতে জোয়ার এলে নোঙ্গর ফেলে দেয় যেন নৌকা না হয় বেহাল
যদি করতে পার নিত্যকৃত কর্মের অবস্থার উন্নতি
তবেই জ্ঞানের হাত ধরে পাবে তুমি সেই বোধশক্তি।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা