খাতায় কলমে আইন দেখিয়ে সরকার চলে হেসে খেলে
আর আমি চলি সেই আইনের ফাঁক গলিয়ে
যেমন মানব বান্ধব উদ্ভিদ আর প্রাণী
সকলে জানলেও আমি মানতে হই না রাজি
আবার মানলেও তার রক্ষায় সফল উদ্যোগ নিতে
মনকে মানাতে পারি না নানা কারণ দেখিয়ে
বিশুদ্ধ পানীয় জলের জোগান যদি আসে কমে
তবে খাদ্যের পুষ্টি হ্রাস পেয়ে রোগজীবাণু উৎসাহিত হবে
শ্যামাপোকারা আলোর উদ্দেশ্যে ধেয়ে চলে মরে যেতে
আর জ্ঞানের আলোচনা আমাকে না টানলেও আমি চলি অজ্ঞান অন্ধকার পানে
আমি ভালোবেসে সেই দলের রাজনীতি করি
দেহ ত্যাগ না করলে পদত্যাগ করতে হবে না এই মন্ত্রে যে দল বিশ্বাসী।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা