স্বাধীনতাকে ভালোবেসে যদি করতে হয় অর্থপূর্ণ
তবে সেই স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষ পায় যেন
জীবিকার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভালোবেসে শিক্ষার স্বাধীনতা
মেলামেশার স্বাধীনতা, দেশ শাসনের স্বাধীনতা আরও বহু তার ধারা
স্বাধীনতার ভালোবাসায় দেশের প্রতিটি মানুষের সমান অধিকার
শুধু দেশের শাসককে বেছে নেয়ার নয়, দেশের শাসক হওয়ার
দেশের শাসকের সঙ্গে মানুষের সম্পর্কটি শুধু রাজা প্রজার নয়
নাগরিকের সঙ্গে নাগরিকের ভালোবাসা বোঝায়
সবাইকে মান দিলে তবেই ভালোবেসে মান পাওয়া যায়
শাসক হলে এই কথাটি বুঝি বেমালুম ভুলে থাকতে হয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা