সত্য জ্ঞান স্পর্শ করবে বলে
স্বর্গের দেবগণও চেয়ে আছে অধীর হয়ে
বেদান্তশাস্ত্রে যাহাকে অলক্ষ্য অব্যর্থ লক্ষি বলিয়া থাকে
সজ্জনের মুক্তিদানহেতু ভালোবেসে তার অনুমতি লাগে
মনুষ্য অন্তকালে ভবতাপহারীকে পাইয়া থাকে
সংসারপারের পন্থা মেনে যদি সত্যকে ভালোবাসে
মানুষ জানে না জীবনের আগে পিছনে কী আছে
তবুও বাঁচার তাগিদে ভালোবেসে ছুটতে হবে
চতুর্বিধ প্রাণীর মধ্যে তাহারাই প্রথম
যাহারা সত্য ভালোবেসে চেষ্টাসম্পন্ন সেই প্রাণীগণই অতি উত্তম
এতদপেক্ষাও জ্ঞানপূর্বক চেষ্টাশীল জীবেরা  
ভালোবেসে জ্ঞানগুণে শ্রেষ্ঠ হয় দেখ ভাবিয়া।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা