বর্ণই অন্ধ বর্ণই আলো
ভালোবেসে তোমরাই বলো
যে ব্যক্তি করতলস্থ মনোহর গ্রাস পরিত্যাগ করিয়া হস্তমাত্র লেহন করে
সত্যকে ভাল না বাসিয়া অজ্ঞানান্ধভাবে সে পথ চলে
মহালক্ষ্মীদর্শনানন্দরূপ অমৃতধারাময়ী নদীতে অবগাহন করিয়া
পরম প্রীতি লাভ করিবে সত্যকে ভালোবাসিয়া
ভালোবেসে চৈতন্যশরীরের দেখা পেয়েছেন যিনি
জ্ঞানের চরম সীমায় আছেন তিনি
চতুর্দেশ ভুবন ভ্রমণে রসিক যিনি
সত্যকে ভালোবাসার যোগ্যপাত্র তিনি
যামিনী বহুতর তারাপ্রভায় প্রভা প্রাপ্ত হইলেও
ভালোবেসে এক তারানাথ ব্যতিরেকে তাহারও প্রভা না হয় প্রকাশিত।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা