জগতে শক্তি ব্যতীত জ্ঞান নাই জ্ঞান ছাড়া প্রাণ নাই
তাই ভালোবেসে তারাই জগতকে নিয়ন্ত্রণ করে ভাই
এ জগতে জ্ঞান ভিন্ন সকলি যে ছিন্ন
সেই শক্তি বলে সত্য ভালোবেসে বিশ্বভরণ করে তিনি থাকেন ধন্য
সকল অর্থসমূহের মধ্যে জ্ঞানই পরমার্থ
তাই ভালোবেসে তাকে পেতে থাকো তুমি সচেষ্ট
নিশ্চল পবিত্র হৃদয়রত্নের উপহার স্বরূপ পাবে তুমি জ্ঞানকে
যদি একমনে ভালোবাসতে পারো নিশ্চিন্তে
মৃত সঞ্জীবনী নাম্নি নির্মল বিদ্যা
সত্যই ভালোবেসে দিতে পারে আত্মভোলা জ্ঞান তপস্যা
শোকহারী নির্মললোক পাবে তুমি সত্যকে ভালোবেসে
ভেবে দেখ পরিদৃশ্যমান হয় তা কোন বর্ণনিধির ফলে
সত্য ভালোবেসে সকলের হৃদয়াকাশ ব্যাপ্ত করিয়া আছেন
আবার প্রতি জনগণের অজ্ঞানমহারণ্য তিনিই দগ্ধ করেন
জ্ঞান রূপহীন সচ্চিৎ বলে
ভালোবেসে নানাবর্তনে অগ্নির স্রষ্টা হলে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা