নিত্যনতুন ভাবনাসমৃদ্ধ জ্ঞান এক অপূর্ব সৃষ্টিশীল জগতের চাবিকাঠি
ভালোবেসে তা গ্রহণ করতে পারা নয়তো সাধারণ উক্তি
সরকারি অফিসার বলে পরিচয় দিলে
ভালোবেসে মানুষের মনে সম্ভ্রম জাগে
কিন্ত স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
ভালোবেসে সেই সম্মান না পাওয়াই তার ভবিতব্যতা
সত্যকে ভালোবেসে যতদিন না শ্রমের মর্যাদা দিতে পারব
তত দীন ঘুচবে না এই বৈষম্য
যদি সত্যকে ভালোবেসে যুক্তি ও বুদ্ধির বাস্তব প্রয়োগ শিখতে পারি
তবে বাক্য প্রয়োগে পক্ষপাতহীন ও যুক্তিনিষ্ঠ হবে তুমি।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা