অর্থকে ভালোবেসে সুখলাভ হবে মনে যখন এই ভাব ধরি
তখন এই ভাব নিয়েই ব্যস্ত থাকি দিবানিশি
সত্যকে ভালোবেসে অনিত্য সংসার মন বুঝিবারে না চায়
'মম মম ' করে দেহ গেহ দ্বারা সূত নিয়ে সময় কাটায়
সত্যকে ভালো না বেসে আমি আমার আমার করে হই মত্ত
মৃত্যুর কথা কভু স্মরণ নাহি করি কখনো
সত্যকে ভাল না বেসে আমার নারীর প্রতি ভালোবাসা থাকে সদা সর্বক্ষণ
জ্ঞান আরাধনায় মন যেতে চায় না ক্ষণ
সত্যকে ভালবাসিলে অধর্মে তার ভয় থাকে
হাজার দুঃখেও সে সুখবোধ করে
দেহমন প্রাণে সত্যকে ভালোবাসে যেই জন
তাহার কর্মফল সেই ক্ষণে হয় অবসান
সত্যকে ভালোবেসে অজ্ঞানত্যাগ করেন যিনি
হৃদিমাঝে তার সদা চিন্তা কোথা চিন্তামণি
সত্য যাকে ভালোবেসে করে দয়া
কে বুঝিবে তব লীলা কে বুঝিবে মায়া।
সংগ্রহ : আদর্শ লিপি, ধৰ্মগ্রন্থ, পত্র পত্রিকা