সত্যকে ভালোবাসতে না জানা এক অনন্ত ক্ষত
সেখান থেকে রক্ত ঝরবে অবিরত
বারংবার বিড়ম্বিত হই , শিক্ষা দিলেও শিক্ষা নেই না
সত্যকে ভালো না বেসে নিজেকে বঞ্চিত করে শিক্ষা নিতে চাই না
সিঁদুরের রং লাল, রক্তের রং লাল, ভয়ের রং কালো
সত্যকে ভালো না বেসে দেখ ভয়ের রং আরও লাল বা জমকালো
ভেবে দেখ ভয়ের কোন জাত ধর্ম আছে কী
সত্যকে ভালো না বেসে মানুষ জাত ধর্ম নিয়ে ভাবে বেশী
কল্পনা, মনোযোগ, ধৈর্য বাড়ায় যে জ্ঞান
সত্যকে ভালোবেসে করোনা কেন তার সন্ধান
যে সত্য ভালোবাসতে শেখায়
ভালোবেসে সেই জ্ঞানকে করো আশ্রয়
আবেগ অনুভূতিহীন জীবনে খুঁজে পেতে বৃথা চেষ্টা আস্থা ভালোবাসা শান্তি
তবুও জীবন থেমে থাকেনি
মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ যে কত অসহায়
সত্যকে ভালোবাসা ছাড়া এ অনুভূতি কেমন করে হয়।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা