বাক্যদোষ পরিহার করে বুদ্ধিদোষ  বর্জন কর
আর সত্যকে ভালোবেসে তার সাথে সম্পর্ক করো
সত্যকে ভালোবেসে বক্তা শ্রোতা ও বাক্য যখন অবিকল রয়
তখন বলিবার ইচ্ছাও থাকে আবার অভিষ্ট অর্থও প্রকটিয় হয়
সত্যকে ভালো না বেসে বক্তার বক্তব্য যদি শ্রোতাকে অবমাননা করে
তখন বাক্য ফলোপধায়ক না হবে
যে ব্যক্তি নিজের ও শ্রোতার মঙ্গল চিন্তায় কেবলমাত্র সত্য বাক্যই বলে
ভূতলে এমন প্রকৃত বক্তা কোথায় পাবো বলে দাও আমাকে
মিথ্যে বাক্য পরিহারপূর্বক সত্যভাষণই যাহার ব্রত
জ্ঞানকে ভাবে নাম তার সত্যব্রত।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা