সানডে থেকে স্যাটারডে, রবি থেকে শনি
জ্ঞান বিচারে ভালোবেসে হিসেব করে না দেখি
প্রতিটি দিন সমাণ হয় এই কথা না ভাবি
একই সময়কে সাত ভাগে ভাগ করে হিসেব করতে শুরু করি
আমাদের শুধুমাত্র হিসেবের সুবিধার্থে
বার, মাস, বছর তৈরী হতে থাকে
ষাট সেকেন্ডে এক মিনিট, ষাট মিনিটে এক ঘন্টা
চব্বিশ ঘন্টায় একদিন, ৩৬০ দিনে এক বছর
জলকে যেমন ভাগ করা যায় না
সময়কেও ভালোবেসে কেউ ভাগ করতে পারে না
মাটিকে কাটা যায় না
লাভ আর লোভের আশায় মিছেমিছি হিসেব করা
প্রকৃতি পঞ্চ উপাদানের গড়া
যতই চেষ্টা করো তাকে যায় না ভাগ করা
লোভের লাভ পেতে হিসেবের গণনা
আর হিসেবের খাতায় লাভের অঙ্ক বাড়াতে চলছে নতুন নতুন জল্পনা
সময়কে কাটা যায় না, ভাগ করা যায় না, ওজন করা যায় না
এমন কী বাঁধা যায় না, ছিন্নও হয় না
তবুও আমাদের ব্যর্থ চেষ্টা
সেই সময়কে নিয়ে করি নানা কাটা ছেঁড়া।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা