যারা দন্তযুক্ত, তারা বর্ণলোপ না করে স্পষ্টভাবে বাক্য সম্পূর্ণ করে
আর যারা দন্তহীন অজ্ঞান ব্যক্তি তারা অস্পষ্টভাবে বাক্য উচ্চারণ করে
ভালোবেসে ছন্দের রসে অন্ন লাভ হয়
সেই অন্নের পুষ্টিতে জীবন লাগে ছন্দময়
মূঢ়চিত্ত আমি অপরিপক্ক অস্থির বালকের মতো বুদ্ধি ভালোবাসি
ডান, বাঁ, সামনে, পেছনে কিছুই বুঝতে না পারি
আমি ভালোবাসি অগ্নির চোখে দেখেতে, আর জ্ঞানের চোখ সূর্যের মত
উন্মেষ ও নিমেষ যুক্ত দুই চক্ষু অগ্নির চোখ জ্বলে নিভে তাই অনিত্য আর জ্ঞানদৃষ্টি নিত্য
নাসিকা ভালোবেসে দু চক্ষু ধরে রেখেছে
যাতে পরস্পরের মিশ্রণ না ঘটে
জ্ঞানের প্রতি ভালোবাসায় যদি নাকের দূরত্ব যায় মুছে
তবে সেই সমান চক্ষু তখন সমৃদ্ধির কারণ জানিবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা