সরকারি ভাবে নানা ধরণের সূচক দিয়ে
আমার দারিদ্রতার পরিমাপ চলে
সেই দারিদ্রতা ঘোচাতে
সরকার নানাবিধ প্রকল্পে আমাকে সংযুক্ত করে
কিন্ত আমার ভাগ্যের পরিবর্তন
আমার হাতে না বিধাতা তা করে রেখেছে নির্ধারণ
আমার কপালে ভাত না জুটুক
কিন্তু ব্যাংক একাউন্ট ঠিক থাকুক
সরকারী বদান্যতায় পেয়েছি আমি নানা সুবিধা
তবুও তার বিরুদ্ধে স্বর উচ্চারণে পিছ পা হইনা
ব্যাংক একাউন্ট আছে বলে ধনীর ক্যাশ কাউন্টারে আমায় দেখতে পাবে
টাকা থাকুক আর নাই থাকুক অহংকারটুকু নিয়ে যেন দাঁড়াতে পারি কাউন্টারে
ফ্রী খেতে খেতে এখন আমার এমন অভ্যাস দাঁড়িয়েছে
যে কেউ কাজ করে পয়সা চাইলে মাথায় বিদ্যুৎ সরবরাহ যায় বেড়ে
আমার বা সমাজে যা কিছু মন্দ ঘটুক
তার সব দোষ রাজনৈতিক নেতা মন্ত্রীদের ঘাড়ে পড়ুক।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা