আমার অসুখ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়
আর অন্যের অসুখে আমার উপদেশই কাজ হয়
শব্দদূষণ, দৃশ্যদূষণ, পরিবেশ দূষণ আরও কত দূষণ আছে
সত্যকে ভালোবেসে নিজে সচেতন হব কোন সময়ে
আমি একা এগুলো করি না বলে এড়িয়ে যেতে চাই
আর অপরের কাঁধে দোষ চাপিয়ে আমি মুক্ত হওয়ার স্বাদ পাই
যেমন বাজারে বা দোকানে গিয়ে আমায় বলতে হয়
দোকানদার প্লাস্টিক ক্যারিব্যাগ না দিলে চেয়ে নিতে হয়
এই যদি আমার সচেতনতার অবস্থা হয়
তবে আমার চেতনা জাগ্রত না হওয়াই কী ভবিতব্য নয়?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা