শুন্য মাঝে ভালোবেসে ভুলকে যদি না পেতাম
তবে ভুলের মালিক যিনি তার সন্ধান হারাতাম
ভুলকে পেয়ে ভুলের নাথকে আমি করেছি আপন
আর ভালোবেসে তিনি আমায় দিয়েছেন কী দিয়ে হয় ভুলের গড়ন
ভুলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি
যদি ভালোবেসে আমার সঙ্গে থাকেন তিনি
ভুলের আনন্দ অশ্রু ধারায় গড়াগড়ি আমার
তাই ভালোবেসে তার সঙ্গ যেন না হারাই আবার
ভুলকে আপন করে সঙ্গের সঙ্গী করেছি আমি
তাই তার ভালোবাসার ঋণ শোধ করতে চাইনি
ভুল ভালোবেসে থাকুক আমার সাথে
তবেই সমস্ত দ্বন্দ্বের একদিন অবসান হবে
ভুলের ঘরে ভালোবেসে বেঁধেছি আমি বাসা
তাই তার কাছে ভালোবেসে ভুলের পাঠাও শিখতে আসা
ভুল যদি না থাকতো আমার জীবনে
তবে ভালোবেসে এই পাঠও কে দিত শিখিয়ে
আর ভুলকে আমি করবো না অবহেলা
তাই ভালোবেসে তার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা