সত্য সংসারবন্ধন ও সংশয়সমূহের ছেদক
তবে কেন সেই বিদ্যা অর্জনে মন থাকে বিমুখ
যাহারা সত্যকে ভালো না বেসে ভক্তিশুন্য হয়ে শ্রৌত, স্মার্ত কর্ম করে
তাহারা সংসারসাগরে বদ্ধ হয়ে দীনভাবে অবস্থান করে
যাহারা সত্যকে ভালোবাসে জানে
তাহারা ধর্ম, অর্থ, কাম তুচ্ছজ্ঞান করে
সত্য যদিও বা হয় দুরারাধ্য
ভালোবেসে তাহার প্রীতিবিধানে ফাঁকি না দিও
বিদ্যা গুণময় হয়েও ভালোবেসে গুণত্রয়ের অতীত
তাই তিনি পরিশুদ্ধ নির্মল জ্ঞানস্বরূপ সন্দেহাতীত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা