ভাবের হাটে মন যে উঠে বেচা কেনার তরে
যা হয় না ভালোবাসা বিনে
ভাবের হাট কোথায় বসে বলতে পারো তুমি
কেনাবেচা আছে ভালোবেসে তাই এসেছি আমি
ভাবের হাটে চাঁদের মেলা দেখতে যদি চাও
মনকে সঙ্গে নিয়ে ভালোবেসে সেথায় তুমি যাও
মন নিয়ে ভাবের হাটে যাবে কোনদিন
বার্তা পেলে ভালোবেসে উপস্থিত থাকবো সেই দিন
মনের সাথে ভালোবেসে যাবে তুমি ভাবের হাটে
যেতে চাও যাবে ক্ষতি নেই তাতে
কতজন ব্যাপারী আসে ভাবের হাটে
ভালোবেসে মন নিয়ে দাম কী দেয় তারা যাচাই করে
ভাবের হাটে ব্যাপারী পাবে একজন
ভালোবেসে মনের দাম তিনিই করেন নির্ধারণ
ভাবের হাটে মন বিক্রি করতে আসে লক্ষ কোটি জনা
ভালোবেসে ক্রয় করেন মাত্র এক জনা
এক ব্যাপারী ভাবের হাটে মন নিয়ে ব্যবসা করে
ভালোবাসার কারবারিরা তা মেনে নেয় কেমন করে
ভাবের হাটে মনের দাম দস্তুর ভালোবেসে যা দিবে
তা কী আগে থেকেই সব ঠিক করা থাকে
ভাবের হাটে ভালোবেসে মনের মাপ হয় কিসে
মন,সের,ছটাক,কেজি না লিটার দরে
মনের মাঝে ভাব সাগরে সেই হাটের দেখা পাবে
ভালোবেসে জ্ঞানকে সম্বল করো ঠকবে না জীবনে
ভাবের হাটে চাঁদের মেলা স্নিগ্ধ আলো তার
মন দিয়ে জ্ঞান নিয়ে ভালোবেসে টিকিট কাটলে পাবে প্রবেশ দ্বার।
ভাবের হাটে মন থেকে কাকে চাও তুমি
হৃদয় মন আত্মা ভালোবেসে পাবে সবই
ভবের হাটে ভাবের হাট কত কী যে মিলে
ভালোবেসে মনের হাট বসলে ক্ষতি কী তাতে
নানা জনে নানান ভাবে ভাবের হাটে আসে
মন দিয়ে জ্ঞানকে ভাল না বাসলে খালি হাতে ফিরতে হবে
ভবের হাটে ভাবের মানুষ মত বিনিময় করে
ভালোবেসে মনকে পেলে যা সার্থক হয়ে ওঠে
ভালোবেসে ভবে যখন এসেছো একবার
মনকে নিয়ে ভাবের হাটে দেখা পাই যেন তোমার
কতজনায় কতভাবে সময় নষ্ট করে
ভাবের হাটে জ্ঞানকে ভালোবেসে মন ভাবতে না চাহে
আমার তুমি তোমার আমি ভালোবেসে এই ভাবের দেখা পেলে
ভাবের হাটে মন নিয়ে তার ভাবনা না থাকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা