ফেরারি মন বলে যুক্তি তর্কে পাবে না আমাকে
ভালোবেসে ডাকতে হবে সচেতন মনে
ভালোবেসে অভিপ্রায় সিদ্ধির আর কোন সম্ভাবনা নাই
ফেরারি মনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া গতি নাই
আমি হাসিতে হাসিতে নির্জনেও যদি কোন অশ্লীল বলিয়া থাকি
ভালোবেসে ফেরারি মনের কাছে ক্ষমা প্রার্থনা করি
ফেরারি মন ভালোবেসে নানা প্রকারে আহত ব্যাহত হইয়া
অসহ্য হয়ে উঠে যেন এ দুঃখভার লইয়া
ফেরারি মনকে ভালোবেসে অত্যন্ত ব্যাকুলচিত্তে চৈতন্য বিনাশ হইয়া
প্রাণীগণ কালকবলে কবলিত হয় না ভাবিয়া
ফেরারি মনকে ভালোবেসে বান্ধব অনেক পাইয়াছি
তাই গুরুবিজ্ঞানের পরিতৃপ্ত হইয়া নিশ্চেষ্ট ও সদাত্মা হইয়াছি
পরমাত্মায় নিরন্তর আত্মাকে বিন্যস্ত করিয়া
ফেরারি মনকে শান্ত করা যায় ভালোবাসিয়া
জ্ঞানপ্রদানছলে মহাফলপ্রদ পরম সংসার-গহনের বিষয় উত্তমরূপে শ্রবণ কীর্তন করিলে
ফেরারি মন ভালোবেসে আত্মবিদ্যায় পরম নিষ্ঠা লাভ করে
সমুদ্রে যত জলবিন্দু, আকাশের যত তারকা বৃষ্টিতে যত জলধারা
তার চাইতেও বেশী কিছু ফেরারি মনের ভালোবাসা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা