মানবজমির আবাদ করলে ফলবে সোনা কথাটি নয়কো মিথ্যে
অক্ষর বর্ণ শব্দে ভালোবেসে সেই ধাতু পাবে খুঁজে
বহুফসলি জমিগুলো নষ্ট হচ্ছে অনাবাদী থেকে
ভালোবেসে চাষ করে দেখো কোন মূল্যবান ধাতু অপেক্ষা করে আছে
নানান তথ্য এবং সূক্ষ্ম অনুভূতির কথা আছে যেখানে
ভালোবেসে সেই জমি চাষ করো মনের আনন্দে
কী হারিয়েছি আমি আর কী পেয়েছি
সত্যকে ভালোবেসে এই অভাব জাগ্রত হয়েছে কী
আমার যা প্রয়োজন ভালোবেসে তাও যদি না জানি
তবে সেই অভাবটুকু বড় দুর্ভাগ্য বলে মনে করি
অজ্ঞান সমুদ্রে নিজেকে ভাসিয়ে তুমি যাবে কোথায়
সত্যকে ভালোবেসে ভেবে দেখে তারপর স্থির কর যা হয়
ধর্মনিরপেক্ষতা যদি আধুনিকতা না হয়
তবে হিংসা, ঘৃণা, বিভেদ সেই স্বরলিপিকাকে কী ভালোবাসা কয়
সত্যকে ভালোবাসতে কী প্রয়োজন - প্রণাম, সালাম না ঘৃণা
না উন্নত চিন্তা চর্চা অনুশীলন করা
জমিদারের হুঁকোতে জোতদারের তামাক খেতে কী গুণ প্রয়োজন
না কী ভালোবেসে স্বাস্থ্য সচেতনতাই মূল কারণ
ক্ষুধায় ভাতের জোগান কমে যদি কিলের বহর বাড়ে
তবে জ্ঞানের জোগান কমে অজ্ঞানতা বাড়লে তার দশা কেমন হবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা