আপনার মাঝে আপনি যে লুকিয়ে থাকে
আপন করো তাকে সত্যকে ভালোবেসে
ফাগুনের বেলা বয়ে চলে তার ভেলা
সত্যকে ভালো না বেসে মিছে কেন করো খেলা
সত্যকে ভালোবেসে ভুল করে যদি হৃদয় গৌরব আসে
ক্ষমা করে দিও তুমি ঠেকাই মাথা তোমার চরণে
ভালোবেসে খুলে দাও আমার জ্ঞানময় হৃদয় আঁখি
একটি বার দেখতে চাই তোমায় পরাণ ভরি
হারানো নদী নিয়ে কত স্বপ্নের জোয়ার আসে
আমি যে ভালোবেসে ধরে রাখতে পারি না স্রোতের টানে নিজেকে
ভুলে যদি যাও মোরে ব্যথা পাবে নাকো
ভালোবেসেছিলাম এই সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবো
নম্র শীতল বর্ষা মেয়ে ভালোবেসে ডাক দিয়ে যায় সকলকে
আয় রে তোরা খেলবি যদি আমার সনে
জানিনা নিজে কিছু ভালোবাসা চাই শুধু
ভালোবাসা না পেলে ছাড়বো না কিন্তু তোমার পিছু
ভালোবেসে যদি না হয় বিনিময়
তবে শুধু দেখা করে কী লাভ হয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা