সত্যের রবি উঠে যদি অন্তরে
ভালোবেসে তার দেখা পাবে জিহ্বাগ্রে
যাহার আত্মতত্ত্ব সাধারণের অচিন্ত্য
সেই সত্যকে ভালোবেসে জ্ঞানেই তার দর্শন করো
সত্য মানে ধর্ম ধর্ম মানে জ্ঞান
ভালোবেসে সেই সমুদ্রে অবগাহন করে রাখো তোমার মান
সত্যসমুদ্র মন্থন করে অবিদ্যাবিষ ত্যাগ করো
আর সত্যকে ভালোবেসে মণি মুক্তা সংগ্রহে রাখ
সত্যকে ভালোবেসে চিত্তকে স্থিরচিত্তে স্থিত করো
আর পাষাণে ও কাঞ্চনে সমজ্ঞান আনো।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা