বর্ণাত্মার কুশলেই সংসার কুশলময়
তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাকে করতে চান সহায়
যৌবন দীপ্ত বর্ণ সঞ্চারিত হয় যদি দেহে
তবে শুন্য জীবনে তার পূর্ণ প্রাপ্তি ঘটে
বর্ণের সুধা যে করেছে পান
ধন্য জীবন তার ধন্য প্রাণ
'হ' র হরি,'হ' তে হযরত
ভিন্ন নয় বর্ণ কিন্তু এতেই জগৎ কুপোকাত
'র' তে রাম,'র' য়ে রাসুল
সেই বর্ণকে ভালোবাসতে পারি না তাই গুনতে হয় মাসুল
'জ' য়ে জিউস, 'য' য়ে যীশু
যার ভেদ বুঝতে পারিনা আমি সেই অবুঝ শিশু
'ম' তে মন্দির,'ম' তে মসজিদ
তবুও বর্ণকে ভালোবেসে কাটে না আমার অন্ধ জিদ
প্রার্থনালয়, উপাসনালয় উদ্দেশ্য যদি একই হয়
তবে কোন বর্ণের ভালোবাসা দৃষ্টি নয়ন প্রত্যক্ষ করতে সক্ষম নয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা