হাসতে হাসতে করা যায় জগৎ জয়
যে হাসিতে সময়ে জগতও পায় ভয়
হাসির অদ্ভুত এক ক্ষমতা আছে
যে বলে দুঃখ, কষ্ট, বেদনা লুকিয়ে রাখতে পারে
হাসিতে যেমন অনেক কিছু প্রকাশ পায়
তেমনি আবার স্মৃতির বেদনা ঢাকতে হাসিকেই করতে হয় সহায়
হাসতে হাসতে জয় করে নিব আমি মানুষের মন
আর শুধুই পরে রবে তার দেহ তখন
হাসতে যে করবে মানা তার তিন চক্ষু কানা
এই হাসিই আমাকে পৌঁছে দেবে যা ছিল আমার ঠিকানা।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা