সত্যকে মিশিয়ে দিও না মিথ্যের সাথে
কিংবা সত্যকে গোপন কোরো না জেনে শুনে
সত্যকে অসত্য হতে পৃথক করে রাখ তোমার মান
আর সেই শক্তিতে হও তুমি শক্তিমান
শিশির বিন্দুর মতো সত্য আসে পৃথিবীতে
যা গাছের পাতায় ও ঘাসের বিন্দুর ওপরে জমে থাকে
অবাধ্যতা ও সীমালঙ্ঘনে আমি হই যদি যুক্ত
তবে একমাত্র সত্যই পারে সেই মিথ্যের বেড়াজাল করতে মুক্ত
সত্যকে প্রত্যাখ্যান করে অসত্য কর যদি বিশ্বাস
সময় হারিয়ে লাভ হবে না করলে হা হুতাশ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা