সত্যকে ভালোবাসতে না পারার সংকট কোথায়
এই তথ্য অনুসন্ধানে মন না চায়
ভালোবেসে ধৈর্য ধর, ধৈর্য এক মহৎ গুণ
এই গুণের অছিলায় তুমিও পেতে পারো মানিক রতন
এই মহৎ গুণের বাজার এখনো মন্দারে ভাই
ভালোবেসে খরিদ করার মানুষ খুঁজে না পাই
দিন রাত্রিতে নিঃশ্বাস ফেলার সময় নাই
ধৈর্য নয় ভালোবেসে অবসর অর্থ চাই
ধৈর্য ধরা তো দূর ধৈর্য্যের অর্থই জানিনা
ভালোবেসে তাকে ধরলে অর্থের যোগ দেখি না
ধৈর্য হারিয়ে আমরা কেবল ছুটছি
সময় বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছি
সময়কে বাঁচাবো বলে জীবন রেখেছি বাজি
তাই সময়কে ধরতে জীবন আমার তুচ্ছ মনে করি
বাঁচানো সময় দিয়ে কী হবে আমার
সত্য নয় ভালোবেসে অর্থ দিয়ে হয় তার বিচার
সত্য অন্বেষণে ব্যস্ত না থেকে অর্থ নিয়ে মাতামাতি করি
ভালোবেসে আমরা কী করছি তা একবারও ভেবে না দেখছি
ভালোবেসে যে প্রশ্নের উত্তর দিতে পারি না
অথচ দায়িত্ব নিয়ে সময় বাঁচাতে ভুল করি না।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা