বিদ্যা শিক্ষাকে ভালো না বেসে যদি আঘাত করি তার স্বাস্থ্যে
তবে নতুন উদ্ভাবনের পথে এগোনোর অক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশে কী লাভ হবে
শত দশক ঘেঁটে শিক্ষার গুরুত্ব পরিসংখ্যান করে দেখি যদি
তবে ভালোবেসে বুঝতে পারবো বিদ্যার বৃদ্ধিতে সত্যের মূলধন কত জরুরি
দীর্ঘমেয়াদি শিক্ষার অসমান বৃদ্ধির কুফল যদি পৌঁছে যায় ঘরে ঘরে
তবে তাকে ভালো না বাসলেও তার সুফল দেখতে পাবে দা কোনোকালে
শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৎসামান্য উদাসীনতার থাকে যদি নমুনা
তবে হাজার ঢাকঢোল পিটিয়েও বজায় রবে না তার শুদ্ধতা
বিদ্যা শিক্ষার দূরবস্থা থাকে যদি অব্যাহত
তবে সত্যকে ভালোবাসার যাবতীয় প্রচেষ্টা হবে শোচনীয় ভাবে ব্যর্থ
সত্যের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা বিচার করলে নয় তা মন্দ
এই সহজবোধ্য সত্যকে স্বীকার করে তার প্রতি ভালোবাসা থাকে যেন শুদ্ধ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা