আত্ম আবিষ্কার তখনই হবে সম্ভব  
ভালোবেসে হবে যখন সত্যের উদ্ভব
ভালোবেসে শিক্ষিত হয়ে কী-ই বা হবে
যদি তথ্যকে জ্ঞানতত্ত্বরূপে ভাবাতে না পারে
ভাবসাগরে ভাবের গভীরে লুকিয়ে আছে যে জ্ঞান
ভালোবেসে বিদ্যাসাগরে ডুব দিয়ে পাবে তার সন্ধান
ভালোবেসে উদ্ভাবনী প্রতিভায় নিজেকে করো আলোকিত
আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে মেলে ধর
ভালোবেসে বিদ্যা প্রদীপে জ্ঞানের আলো জ্বালালে
তবেই মনের ময়লা ধৌত হবে
ভালোবেসে আত্মকথন যদি নির্মাণ করিতে পার
তবে নিজেকে চিনিতে বেশী সময় না নিও।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা