নিত্যকর্তব্যতা জ্ঞানে আত্নোদরপূরণেই উৎসুক যাহারা
সত্যকে ভালোবাসতে জানে না তাহারা
যাহাদের দর্প, অভিমান, অহংকার বিগলিত হইয়াছে সমস্ত
তাহারাই ভালোবেসে শিখিয়াছে সত্য
হয় যদি তোমার সত্যের সন্নিধিলাভ
তবে ভালোবেসে আন্তরিক অন্ধকার বিনষ্ট হইবে তৎক্ষণাৎ
যে পথ যাহার পক্ষে লাগে সরল
সে সেই পথকে ভালোবাসিলে মিটে যাবে সব গন্ডগোল
সত্যময় চক্ষুদ্বারা যদি অবগত হওয়া যায় বিদ্যাচরিত
নিশ্চিন্তে এগিয়ে যাও সাফল্য নিশ্চিত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা