আমি ভালোবাসি সত্যকে কিন্তু সত্য কী ভালোবাসে আমাকে
সত্যিই কী এর আসল তত্ত্ব অন্যত্র আছে লুকিয়ে
এখন আর উন্নয়নের কথা বলে  নির্বাচনে জয়লাভ হয় না
ভালোবেসে সন্ত্রাসের ফুলঝুরি না ফোটালে জিত আর আসে না
'হিংসা বলি হবে ভোটে ' ভালোবেসে এই কথা রাখতে না পেরে
কথা যেহেতু দিয়েছি তাই প্রাণ কেড়ে নেই অবশেষে
ভোটে যিনি হারবেন তিনি কী ভালোবেসে জনতার রায় মাথা পেতে নেবেন
নাকি যিনি জিতবেন তিনি ক্ষমতার আস্ফালন দেখাবেন
তাসের খেলায় নিজের মন্দ তাসকে ভালোবাসে না কেউ
কিন্তু প্রথা মেনে নিজেই নিজের তাসকে হজম করতে বাধ্য হই।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা