ভালোবেসে স্বপ্ন দেখে মুগ্ধ হয় মন
জাগিয়া জ্ঞানে ঘুচিয়া যায় সেই ভ্রম
সত্যকে ভালোবেসে মন প্রাণ মজে যার প্রেম সাগরে
প্রেমের দুয়ার খুলে তার ভক্তিবলে
অনন্তকালের সত্য করিতে শ্রবণ
ভালোবেসে জ্ঞান-ভক্তি-বলে তা করো অর্জন
সত্যকে ভালোবেসে প্রেমের আবেশে যদি পার ডাকতে
ভক্তিতে পাবে তুমি তার সাক্ষাৎ অন্তরে
সত্যকে ভালোবেসে শ্রদ্ধাসমন্বিতচিত্তে নিষ্কাম হয়ে
বিচরণ করো তুমি দীনহীন চিত্তে
বৈরাগ্য আশ্রয়ে মহৎ জনের সেবা করিবে
আর সত্যকে ভালোবেসে অনাথ জনের প্রতি দয়া প্রকাশিবে
সত্যকে ভালোবেসে সরলতা থাকে যেন অন্তর মন্দিরে
আর হৃদয় মাঝারে অহংকার না রাখিবে
সত্যকে ভালোবেসে সতের সঙ্গেতে রবে সদাসর্বক্ষণ
মনেতে আসে না যেন অন্য কোনো বচন
হিংসা দম্ভ ক্রোধ রিপু আদি-বশ যেই মূঢ়জন
সত্যকে ভাল না বেসে ভেদ করি করে ভক্তি প্রদর্শন।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা